পাওয়ার লিফটিংএ সোনার পদক পেয়ে সাফল্য আনল জলপাইগুড়ির মেয়ে শুভার্থি
কয়েক শো পদক ও পুরুস্কার লাভ করে বিভিন্ন প্রতিকুল পরিস্থিতি ও আর্থিক অনটনের মধ্যে দিয়েও একবার ফের জাতীয় পর্যায়ে পাওয়ার লিফটিংএ সোনার পদক পেয়ে সাফল্য আনল জলপাইগুড়ির আনন্দ চন্দ্র কলেজের ছাত্রী শুভার্থী।
১৭-১৯ ছত্রিশগড়ের দুর্গে আয়োজিত ন্যাশনাল র পাওয়ারলিফটিং প্রতিযোগিতায় বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছেন শুভার্থী মাহাতো ,সেখানে শুভার্থী বেঞ্চ প্রেস এবং দেডলিফট ইভেন্টে সোনার পদক পেয়েছেন। সেখানে দেশের প্রায় সমস্ত রাজ্য থেকেই প্রতিযোগিরা অংশগ্রহণ করেছিলেন। শুভার্থী ওভারঅল বেঞ্চ প্রেস প্রতিযোগিতায় সবথেকে বেশি ওয়েট তুলেছেন।
এই সাফল্যে শুভার্থীর কোচ শ্রী বাসুদেব দাস গর্বিত এবং খুশি প্রকাশ করেছেন । শুভার্থীর মা সরস্বতী মাহাতো, বাবা শংকর মাহাতো মেয়ের সাফল্যে আনন্দিত। আনন্দিত দাদা সায়ক মাহাতো।
পরবর্তীতে শুভার্থীর লক্ষ দেশের হয়ে পদক জয় করা।
No comments:
Post a Comment