Breaking

Post Top Ad

Friday, March 26, 2021

জেনিথ এপার্টমেন্টের বসন্ত উৎসবে মেতে উঠলো আট থেকে আশি

জেনিথ এপার্টমেন্টের   বসন্ত উৎসবে মেতে উঠলো আট থেকে আশি 



সুজাতা ঘোষ,বাগডোগরা :

গতকাল শিলিগুড়ির হাকিমপাড়ায় জেনিথ এপার্টমেন্ট আয়োজন করেছিল বসন্ত উৎসবের। এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল শিলিগুড়ির সাংস্কৃতিক সংস্থা সুরঝর্ণা সংগীত শিক্ষাকেন্দ্র এবং উৎস। 

বসন্তের রঙে রঙিন শিল্পীদের উদাত্ত কন্ঠের ওরে গৃহবাসী খোল দ্বার খোল এই সংগীতে নৃত্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর রবীন্দ্র এবং নজরুলের বসন্তের বিভিন্ন আঙ্গিকের গানে কবিতায় ও নৃত্যে উৎসব প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।


এরপর সম্মেলক গানে সুরঝর্ণা এবং উৎস সংস্থার দেবলীনা, তানিশা, স্বস্তিকা, জাগ্রতি, লিজা, মৈত্রী, মনস্বিনী, দিয়া, সঞ্চিতা, শর্মিষ্ঠা দোলনচাঁপা, শর্মিলা, জয়শ্রী, মনশ্রী ও একক সঙ্গীতে ছিল স্বর্গ পাল,নীতা বাঁশুলি এবং দীপান্জলী ঘোষের উপস্থাপনায় । কবিতা পাঠে অংশগ্রহণ করেছিলেন কান্তা দাস এবং মধুমিতা পোদ্দার। 



সবশেষে ছিল বিশিষ্ট বাচিকশিল্পী দেবাশিস ভট্টাচার্য এবং লোপামুদ্রা বাগচি ভৌমিকের শ্রুতিনাটক। সমগ্র অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন কাকলি মজুমদার চাকী এবং ব্যবস্থাপনায় জেনিথের বাসিন্দারা। অত্যন্ত আন্তরিক এই নিবেদন দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages