বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
বুকে অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি হলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind)। আজ সকালে তিনি বুকে হাল্কা ব্যাথা অনুভব করেন।
দ্রুত তাঁকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেনা হাসপাতালে ভর্তি।
সেনা হাসপাতাল জানিয়েছে, রাষ্ট্রপতির রুটিন চেক-আপ চলছে এবং তিনি পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল।
PM @narendramodi spoke to Rashtrapati Ji's son. He enquired about the President's health and prayed for his well-being.
— PMO India (@PMOIndia) March 26, 2021
No comments:
Post a Comment