Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, March 31, 2021

খড়গপুরে অনুষ্ঠিত হল TATA Metaliks এর REGIONAL SAMVAAD 2nd West Bengal Edition 2021

খড়গপুরে অনুষ্ঠিত হল TATA Metaliks এর REGIONAL SAMVAAD 2nd West Bengal Edition 2021






হিজলি,খড়গপুর : মুণ্ডা আদিবাসী নৃত্য ও প্রার্থনা সঙ্গীত দিয়ে এবারের TATA Metaliks এর REGIONAL SAMVAAD 2nd West Bengal Edition 2021 সকাল ১০টা থেকে সন্ধ্যা অবধি মহাধূমধামে সম্পন্ন হল। শালগাছের চারা রোপণ করে মূল অনুষ্ঠানটি শুরু হয় বলে পথচলতি প্রচুর লোকজনের সমাগম ছিল অনুষ্ঠান গৃহে। তারপর ভার্চুয়ালের মাধ্যমে অনুষ্ঠানের গুরুত্ব ও আগামীদিনের লক্ষ্য নিয়ে একে একে বক্তব্য রাখেন TATA Metaliks এর VP-HRM, VP(O)PI প্রমুখ পদাধিকারিগণ। তারপর Chief CSR-Tata Steel, MD Tata Metaliks এর বক্তব্যের শেষে ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন Dr. Rupali Basu, Chairperson CSR Committee of the Board, TaTA Metaliks.



এরপর আলোচনাচক্র শুরু হয় ‘Promotion of Tribal Languages and Script’ শিরোনামে। যেখানে কুরুখ লিটের‍্যারি সোসাইটি অব ইণ্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল বিভাগের সেক্রেটারি মহেশ মিনজ, ভারত মুণ্ডা সমাজ এর পক্ষে হিমাংশু মুণ্ডা, হো- ট্রাইবের তরফে বীরেন তুবীদ, নাগচিকি স্ক্রীপটের ডেভলোপার দীনেশ মুদী মহাশয় নিজ নিজ ভাষা ও লিপি নিয়ে বক্তব্য রাখেন। তাঁদের প্রত্যেকের বক্তব্যেই উঠে আসে কোন ভাষাকে টিকিয়ে রাখতে গেলে লিপির গুরুত্ব সর্বাধিক। তাঁরা এই ভাষাগুলির প্রস্তাবিত লিপিগুলি কিভাবে তৈরি করেছেন এবং তার ব্যবহারের পদ্ধতি ও প্রকরণ সম্বন্ধেও বক্তব্য রাখেন। ভাষা ও লিপি উভয়ই রাজ্য ও কেন্দ্র সরকার দ্বারা স্বীকৃতি না পাওয়া পর্যন্ত ভাষার ব্যাপ্তির পথ সুগম হয়না বলে তাঁরা আগামীতে সকলে মিলে সরকারের কাছেও দরবার করবেন বলে অভিহিত করেন।




সম শিরোনামের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখেন নৃ-তত্ত্ব, ভাষা ও শিক্ষাবিজ্ঞানের গবেষক ড.অরূপ মজুমদার ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক, পূর্বাঞ্চলীয় এনডেঞ্জারড ভাষা বিশেষজ্ঞ ড. ইন্দ্রনীল আচার্য মহাশয়। ড.ইন্দ্রনীল আচার্য ২০০৬-০৭ সাল থেকে বিভিন্ন জনজাতির ভাষা সংস্কৃতি প্রভৃতি বিষয়ে কাজ করে চলেছেন। ড.মজুমদার জনজাতি বিষয়ক ভাষা নিয়ে অনেকগুলি কাজ করেছেন। সেই অভিজ্ঞতা থেকে তিনি উল্লেখ করেন যে ‘বিলুপ্তপ্রায় ভাষাকে টিকিয়ে রাখতে গেলে লিপি বা হরফ তৈরির আগে ভাষাটির সংরক্ষণ করা বেশী জরুরী। সেই অঞ্চলের বহুল প্রচলিত লিপির দ্বারাই প্রাথমিক ভাবে সংরক্ষণ করা প্রয়োজন’।




Panel Discussion on Socio Economic Development of Tribal Communities In West Bengal- Gaps and opportunities শিরোনামে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গ ট্রাইবাল কো-ওপারেটিভ কর্পোরেশনের সহকারি ম্যানেজিং ডিরেক্টর শ্রীমতি ব্রিজিত সুচিতা কুজুর এবং ড. জয় প্রফুল্ল লাকড়া মহাশয়।শ্রীমতি ব্রিজিত সুচিতা কুজুর বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন- বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে আদিবাসী সমাজের ছেলে মেয়ারা কিভাবে শিক্ষা এবং কর্মের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে এবং নিজ নিজ ভাষা ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে পারবে। শ্রীমতি দিলিথ ক্যাস্টলেটন মহাশয়া Setting up the future course of direction for Tribal Development in West Bengal শিরোনামের Open Discussion পর্বটি পরিচালনা করেন।এই পর্বের আলোচনা সভায় ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ ও কালচারের বিভিন্ন সমস্যা ও সমাধানের দিক গুলি উঠে আসে।সেই সাথে জনগোষ্ঠীর ভাষা সংস্কৃতির বিস্তার প্রসার ও সংরক্ষণে TATA Metaliks এর অবদান ও ভূমিকাকে দর্শক ও শ্রোতারা প্রশ্নোত্তরের মাধ্যমে তুলে ধরেন। পরিশেষে TATA Metaliks এর সমস্ত আধিকারিক ও পদাধিকারিদের ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

আলোচনা পর্বের সমাপ্তিতে মুক্ত মঞ্চে বিনোদনমূলক অনুষ্ঠানে কোড়া, মুণ্ডা ও হো প্রভৃতি জনজাতির নাচ ও গানের আসরে বিভিন্ন সমাজের দর্শক-শ্রোতা ছিল পরিপূর্ণ।

1 comment:

Post Top Ad

Your Ad Spot

Pages