শহীদ জগন্নাথ রায়ের দেহ পৌঁছাল, চোখের জলে ভাসলো ধূপগুড়ি
মধুসূদন রায়, ময়নাগুড়িঃ কাশ্মীরে সিআরপিএফের কনভয়ে জঙ্গিদের হামলায় শহীদ ধূপগুড়ির জওয়ান জগন্নাথ রায় । সেন্ট্রাল কাশ্মীরের শ্রীনগর-বারমুল্লা জাতীয় সড়কের উপর লাওয়াপোরোতে সিআরপিএফ এর ৭০ নং ব্যাটেলিয়ন এর কনভয়ের ওপর গত ২৫ শে মার্চ জঙ্গিদের হামলায় শহীদ হন ২ জওয়ান এবং গুরুতর আহত হন ৩ জন। এর মধ্যে জগন্নাথ রায় নামে ধূপগুড়ি ব্লকের পশ্চিম শালবাড়ি গ্রামের জওয়ান ছিলেন সেই কনভয়ে। ঐ জওয়ান সহ আরো এক জওয়ানের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়।
জগন্নাথের বাবা গত হয়েছেন অনেক আগেই । ষাটোর্ধ্ব মা প্রমীলা রায়, দাদা, বৌদি, ভাইপো ও স্ত্রী সহ এক পুত্র সন্তান রয়েছে জগন্নাথের। জানা যায়, গত সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁর শহীদ হওয়ার কথা পরিবারের সদস্যদের জানানো হয়। তাঁর মৃত্যুর খবর শোনার পর পশ্চিম শালবাড়ি এলাকার তার বাড়িতে কান্নার রোল ওঠে ।
পাশাপাশি জানা গেছে শনিবার শহীদ জওয়ানের দাদা, শ্যালক সহ পরিবারের তিন সদস্য জগন্নাথকে দেখতে পৌঁছে যান হাসপাতালে। সোমবার সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর সেনাবাহিনী সূত্রে জানানো হয়।
আজ সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছায় শহীদের নিথর দেহ। সেখান থেকে নিয়ে যাওয়া হয় সিআরপিএফ কাওয়াখালী ক্যাম্পে। বাগডোগরা বিমানবন্দর এবং সিআরপিএফ কাওয়াখালী ক্যাম্পে শহীদ কে সম্মান জানান আধিকারিকরা। এরপর নিথর দেহ বাড়ির উদ্দেশ্যে নিয়ে যান সিআরপিএফের কর্মী এবং আধিকারিকেরা। সেখানে গানসেলুট জানিয়ে তাকে দাহ করা হয় ।
No comments:
Post a Comment