লোকালয়ে ময়ূর উদ্ধার
মধুসূদন রায়, ময়নাগুড়িঃ বুধবার ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ২ নং গ্রাম পঞ্চায়েতের জলঢাকা ময়নাতলি সংলগ্ন এলাকায় উদ্ধার করা হয় একটি পূর্ণবয়স্ক ময়ূর । এদিন এই খবর জানাজানি হতেই ছবি তুলতে হিড়িক দেখতে পাওয়া যায় স্থানীয়দের । জানা যায়, মাঠে খেলতে খেলতে একটি বাঁশ ঝাড়ে ময়ূরটিকে দেখতে পায় স্থানীয় শিশুরা । তারা জানান একটি কুকুর ময়ূরটির পেছনে ধাওয়া করছিল এবং মাঠে খেলা শিশুদের নজরে আসে । দৌড়ে গিয়ে তারা বড়োদের জানালে তারা তৎক্ষণাৎ ছুটে এসে কুকুরের হাত থেকে ময়ূরটি রক্ষা করে এলাকার মনোজীৎ রায় নামে এক যুবকের বাড়িতে রাখে ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় এক সিভিক ভলেন্টিয়ার্স । পরে খবর দেওয়া হয় রামশাই রেঞ্জারদের । এবং তারা পরবর্তীতে বিন্নাগুরি রেঞ্জ অফিসে ফোন করলে ছুটে আসেন তারা ।
বিন্নাগুরি রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, এটি একটি পূর্ণবয়স্ক ময়ূরী ছিল । প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন।
No comments:
Post a Comment