দিনহাটার নিগমনগরে আজ সারম্বরে পালিত হলো বসন্ত উৎসব
অনুপম মোদক , সংবাদ একলব্য : কোচবিহার জেলার দিনহাটা ১ নং ব্লকের নিগমনগর এলাকায় মহাসমারোহে পালিত হলো বসন্ত উৎসব । এই উৎসবে মেতে উঠেছে সংস্কৃতি প্রেমী মানুষ । নিগমানন্দ মর্নিং ইউনিট এর ব্যব্থাপনায় বসন্ত উৎসব পালন করাহলো ।
সদস্যদের মধ্যে উপস্থিত ছিল কৃষ্ণ কান্ত ভৌমিক. বিপুল বর্মন. প্রণয় রায়. মেঘনাথ রায়.বিকিসাহা.. বিভজিৎ প্রধান.শর্মিষ্ঠা বর্মন. মায়েশ্রী রায়. ও আরো অনেকে ।
এছাড়াও রং খেলার শেষে মিষ্টি মুখ করানো হয় বলে সংস্থার তরফে জানা গেছে
No comments:
Post a Comment