Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, March 29, 2021

দিনহাটার নিগমনগরে আজ সারম্বরে পালিত হলো বসন্ত উৎসব




দিনহাটার নিগমনগরে আজ সারম্বরে পালিত হলো বসন্ত উৎসব





অনুপম মোদক , সংবাদ একলব্য : কোচবিহার জেলার দিনহাটা ১ নং ব্লকের নিগমনগর এলাকায় মহাসমারোহে পালিত হলো বসন্ত উৎসব । এই উৎসবে মেতে উঠেছে সংস্কৃতি প্রেমী মানুষ । নিগমানন্দ মর্নিং ইউনিট এর ব্যব্থাপনায় বসন্ত উৎসব পালন করাহলো ।


সদস্যদের মধ্যে উপস্থিত ছিল কৃষ্ণ কান্ত ভৌমিক. বিপুল বর্মন. প্রণয় রায়. মেঘনাথ রায়.বিকিসাহা.. বিভজিৎ প্রধান.শর্মিষ্ঠা বর্মন. মায়েশ্রী রায়. ও আরো অনেকে ।


এছাড়াও রং খেলার শেষে মিষ্টি মুখ করানো হয় বলে সংস্থার তরফে জানা গেছে

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages