সুর বিতানের দোল উৎসব
গাইঘাটা, উত্তর ২৪ পরগণা :
শিশু শিল্পীদের দিয়ে মুক্তাঙ্গনে দোল উৎসব পরিচালনা করে গাইঘাটা ব্লকের ধরমপুর অঞ্চলের আমবৌলা গ্রামের ‘সুরবিতান’ সংস্থাটি বেশ প্রশংসিত হল। অতীতেও ‘সুরবিতান’ বরাবরই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজন করে শহর থেকে গ্রামাঞ্চলে বেশ সুনাম অর্জন করেছে।
বিশ্বভারতীর দোল উৎসবের আদলে তারা সকাল থেকেই রবীন্দ্র সঙ্গীত ও দোলের বিভিন্ন গান বাজিয়ে উদযাপন করেছে এবারের বসন্ত উৎসব।সাথে নাটক পরিবেশন ছিল চোখে পড়ার মতো।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন শম্পা দাস ও চন্দন দে মহাশয়।
এই প্রসঙ্গেই পরিচালকদ্বয় বলেন যে- ‘গ্রামের সকল স্তরের শিশুদের সাংস্কৃতিক অঙ্গনে আনার জন্যই তাঁরা তৈরি করেছেন সুরবিতান’।ভবিষ্যতে পত্রিকা প্রকাশ ও হারিয়ে যাওয়া শিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতেই তাঁরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সুরবিতানের মাধ্যমে।
No comments:
Post a Comment