ঠাকুরনগর, উত্তর ২৪ পরগণা :
প্রতি বছরের ন্যায় এবছর ঠাকুর নগর ফুটবল খেলার মাঠে উদয়ন সংঘ দ্বারা আয়োজিত বিভিন্ন নাচ গান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে বসন্ত উৎসব-২০২১ সকাল থেকে অনুষ্ঠিত হল। অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী ও ক্লাব সম্পাদক শ্রীযুক্ত অভিজিত বিশ্বাস মহাশয়। তাঁর বক্তবে উঠে আসে বসন্ত উৎসবের গুরুত্ব ও ঠাকুনগরে বসন্ত উৎসবের ইতিহাস।এই প্রসঙ্গেই তিনি উল্লেখ করেন যে ‘বর্তমান ইণ্টারনেটের যুগে সংস্কৃতিচর্চা নিম্নমুখী হলেও ঠাকুরনগরের উদয়ন সংঘ বরাবরই চেষ্টা করে শিশুদের মধ্যে সংস্কৃতি চর্চার বিস্তারে।তাই সারা বছর ব্যাপী ক্লাব সদস্যরা সক্রিয় থাকেন’। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের অন্যান্য সদস্যদের পাশাপাশি সমাজের সকলস্তরের ব্যক্তিবর্গ। ঠাকুরনগর ‘কলাভূমি নৃত্য শিল্পী গোষ্ঠী’ দ্বারা আয়োজিত হয় বাউল-রবীন্দ্র সঙ্গীত ও কয়েকটি নৃত্যনাট্য। বসন্ত উৎসব বিষয়ক একাধিক শিল্পী দ্বারা পরিবেশিত নাচ ও গান দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। কলাভূমির কর্ণধার শ্রীকৃষ্ণ বণিক মহাশয়ের তত্ত্বাবধানে নাচ গান গুলি পরিবেশন হয় ।অনুষ্ঠান মঞ্চে বিশিষ্ট আমন্ত্রিত ব্যক্তিদের বরণ করে নেওয়া হয়। ঠাকুরনগরের অধিবাসী ড. অরূপ মজুমদার উল্লেখ করেন যে-‘ঠাকুর নগরের মতো প্রত্যন্ত অঞ্চলের কচিকাঁচারা সংস্কৃতি চর্চায় যেভাবে এগিয়ে যাচ্ছে; তাতে আগামী দিনে ঠাকুরনগর বাঙালির সংস্কৃতি চর্চার পীঠস্তানে পরিণত হবে এই বিষয়ে কোন সন্দেহ নেই’।
Khub sundor
ReplyDeleteBah!!! Darun programme....
ReplyDelete