কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক শিশুর, ঘটনায় শোকের ছায়া পূর্ব বিনানই গ্রামে
নিজস্ব প্রতিনিধি, সংবাদ একলব্য : কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক শিশুর, ঘটনাটি ঘটেছে গতকাল কোচবিহার জেলার দিনহাটা ১ নং ব্লকের পূর্ব বিনানই গ্রামে । মৃতের নাম ভোলানাথ মণ্ডল পিতা আনন্দ মণ্ডল বয়স ৯ বছর । মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
পরের দিন অর্থাৎ আজ ১৭/০৪/২০২১ শনিবার দিনহাটা ১ নং ব্লকের বিডিও মদন মোহন মূর্মু মহাশয়ের নির্দেশে ঝড়ে ক্ষতি গ্রস্থ পরিবারের আনন্দ বর্মণের হাতে বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে গৃহ স্থালির উপকরণ ও খাদ্য সামগ্রী তুলে দেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক পরিমল চন্দ্র মোদক ।
No comments:
Post a Comment