Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, April 17, 2021

কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক শিশুর

কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক শিশুর,  ঘটনায় শোকের ছায়া পূর্ব বিনান‌ই গ্রামে 



নিজস্ব প্রতিনিধি, সংবাদ একলব্য :   কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক শিশুর,  ঘটনাটি ঘটেছে গতকাল কোচবিহার জেলার দিনহাটা ১ নং ব্লকের পূর্ব বিনান‌ই গ্রামে । মৃতের নাম ভোলানাথ  মণ্ডল পিতা আনন্দ মণ্ডল বয়স ৯ বছর । মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।




পরের দিন অর্থাৎ আজ  ১৭/০৪/২০২১ শনিবার  দিনহাটা ১ নং ব্লকের বিডিও মদন মোহন মূর্মু মহাশয়ের  নির্দেশে  ঝড়ে ক্ষতি গ্রস্থ পরিবারের আনন্দ বর্মণের হাতে বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে গৃহ স্থালির উপকরণ ও  খাদ্য সামগ্রী তুলে দেন  বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক পরিমল চন্দ্র মোদক ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages