Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, April 18, 2021

করোনার থাবা কোচবিহারে, বন্ধ জেলার তিন স্কুল!


Symbolic Picture




করোনার থাবা কোচবিহারে, বন্ধ জেলার তিন স্কুল!



করোনার দ্বিতীয় স্ট্রেন ইতিমধ‍্যে চিন্তার ভাঁজ ফেলেছে সারা দেশজুড়ে। বাড়ছে করোনা। বেশ কিছু ক্ষেত্রে নেওয়া হয়েছে পদক্ষেপ। এদিকে কোচবিহারে তিন বিদ‍্যালয়ে শিক্ষক ও শিক্ষাকর্মী করোনা আক্রান্ত বলে খবর।


ইতিমধ‍্যে জেলা শিক্ষা দপ্তরের তরফে একটি বিবৃতি জরি করে বিদ‍্যালয় গুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এমনি একটি বিজ্ঞপ্তি ঘুরে বেড়াচ্ছে সোশ‍্যাল মিডিয়ায়। বিজ্ঞপ্তি অনুসারে পেস্টাঝাড় উচ্চ বিদ‍্যালয়, আদর্শ উচ্চ বিদ‍্যালয় ও শ্রী শ্রী করুণাময়ী উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মী করোনা আক্রান্ত। তাই সাতদিনের বিদ‍্যালয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।



এই বিবৃতিতে প্রত‍্যেকটি বিদ‍্যালয়ের করোনা আক্রান্তের নামও প্রকাশ করা হয়েছে। বিবৃতি অনুসারে ১৭ই এপ্রিল থেকে আগামী সাতদিন বন্ধ রাখতে বলা হয়েছে স্কুল। আবারো বলে রাখি, বিজ্ঞপ্তিটির সত‍্যতা যাচাই ক‍রেনি সংবাদ একলব‍্য।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages