Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, April 18, 2021

দার্জিলিং পাহাড় তরাই- ডুয়ার্স অঞ্চলকে বায়স্ফিয়ার রিজার্ভ ঘোষণার দাবি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের

দার্জিলিং পাহাড় তরাই- ডুয়ার্স অঞ্চলকে  বায়স্ফিয়ার রিজার্ভ ঘোষণার দাবি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের


সংবাদ একলব্য , ১৭- ই এপ্রিল ২০২১ :  পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চ জন্ম লগ্ন থেকে পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ । সম্প্রতি  রাজ্যের উত্তরে দার্জিলিং পাহাড় এবং তার পাদদেশে তরাই এবং ডুয়ার্সের ৫,৯৫৬ বর্গ কিলোমিটার জৈব সম্পদে পরিপূর্ন ভূমিখন্ড (Landscape) কে একটি বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণার দাবি জানিয়েছে এই সংগঠন। 

ইতিমধ্যে সংগঠনের উদ্যোগে প্রায় ২ বছর ধরে সংগঠনের প্রশিক্ষিত কর্মীদের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে এবং শতাধিক বিজ্ঞানী দের  গবেষণার সাহায্য নিয়ে একটি  তথ্য ভাণ্ডার তৈরী করেছে  (Proposal For A Biosphere Reserve in Terai-Dooars Darjeeling Hills In West Bengal, India)। এই তথ্য ভারত সরকারের পরিবেশ বন  এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক (MOEFCC) এবং UNESCO'র Man and Biosphere program কে পাঠিয়েছে । 

সংগঠনের দাবি এই অঞ্চলকে একটি বায়স্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা । নিয়ম অনুযায়ী UNESCO  ভারত সরকারের সুপারিশ ক্রমে কোনো বিশেষ প্রাকৃতিক সম্পদ সম্পন্ন অঞ্চলকে বায়স্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করতে পারে ।

এই অঞ্চল ' হিমালয় হটস্পট' এর একটি অংশ । দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু অংশ জুড়ে রয়েছে অনেক গুলি জাতীয় উদ্যান এবং অন্যান্য সংরক্ষিত অঞ্চল । এখানকার জনসমষ্টির বৈচিত্রও অনন্য । জলদাপারা, বক্সা, গরুমারা, নেওরা উপত্যকা, মহানন্দা, সেঞ্চল, সিংহালিলা ইত্যাদি গুরুত্বপূর্ন সংরক্ষিত অঞ্চল গুলি সরকারি উদ্যোগে দীর্ঘদিন ধরে সংরক্ষিত । তাছাড়া এর বাইরেও গ্রামবাসী এবং বনবাসীদের উদ্যোগে বেশ কিছু অঞ্চল সংরক্ষিত আছে। 

যে যে কারনে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পৃথিবীর এই অন্যতম জীব বৈচিত্র্য সম্পদশালী অঞ্চলকে  বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করার দাবি রাখছে তার কয়েকটি হলো নিম্নরূপ -

১) এই অঞ্চল বিভিন্ন বাস্তুতন্ত্রের সমাহার এবং তার মধ্যে ছোট ছোট দ্বীপের মতো উল্লিখিত সংরক্ষিত অঞ্চল গুলির অবস্থান ।

২) অনেক প্রজাতির বন্য প্রাণীর আবাসস্থল(habitat) এবং যাতায়াতের পথ (corridor) ।

৩) এই অঞ্চল অনেক গুলি লুপ্তপ্রায় প্রাণী ও উদ্ভিদ প্রজাতির আবাসস্থল যেগুলি দ্রুত সংরক্ষণের দাবী রাখে ।

৪) এখানে মানুষ ও বন্য প্রানের সংঘাত দীর্ঘ দিনের যার সমাধান বিশেষ কিছু ব্যবস্থার দাবি রাখে ।

৫) এখানকার বিভিন্ন জনোগোষ্ঠীর সমাহার এবং সাংস্কৃতিক বৈচিত্র জীব বৈচিত্র্য এর সঙ্গে নিবিড় ভাবে  যুক্ত এবং

৬) এই অঞ্চলের বনবাসী দীর্ঘ দিন ধরে বন রক্ষার সঙ্গে সরকারি এবং বেসরকারি ভাবে যুক্ত এবং তাই এই ব্যবস্থাকে আরো শক্তিশালী করা জরুরী ।


এই সমস্ত কারণে উল্লিখিত অঞ্চল এ রাজ্যের সুন্দর বনের মতো আরো একটি বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণার দাবি রাখে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ । 

মঞ্চ মনে করে- "এ কথা বিজ্ঞান সম্মত ভাবে প্রতিষ্ঠত যে বিভিন্ন জৈব উপাদানের যথেচ্ছ আহরণ যেমন পরিবেশের দীর্ঘ স্থায়ী ক্ষতি (বিশ্ব উষ্ণায়ন) করছে তেমনই  কোভিড এর মতো বেশ কয়েকটি প্রাণীদের দ্বারা সংক্রমিত রোগ এর কারণ হয়ে দাঁড়িয়েছে । মানব সভ্যতাকে বাঁচাতে গেলে জীব বৈচিত্র্য সহ প্রকৃতির বিভিন্ন উপাদান সংরক্ষণ জরুরী ।"


এই উদ্যোগকে কার্যকরী করতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সকল অংশের মানুষকে  সামিল হওয়ার জন্যে আবেদন জানিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages