Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, April 15, 2021

নতুন বছরে সুস্থ থেকে উড়তে চাওয়া একদল শিল্পীর

 নতুন বছরে সুস্থ থেকে উড়তে চাওয়া একদল শিল্পীর



চৈত্রের শেষে বৈশাখের শুরু, এসো হে বৈশাখ ১৪২৭ ছিলো ঘরবন্দী। ১৪২৮ কিছুটা স্বস্তি দিলেও করোনার দ্বিতীয় ধাপ আরও কঠিন পরিস্থিতি তৈরী করছে।আজ বাংলা নববর্ষে ও বিশ্ব শিল্পকলা দিবস উদযাপন কৃষ্ণনগরের একদল শিল্পীর। 

পরিস্থিতি মাথায় রেখে করোনা যোদ্ধাদের সন্মানে কৃষ্ণনগরের একদল তরুণ শিল্পীর অভিনব উদ্যোগ পৃথীবির সুস্থতায় মুছে যাক মহামারী। দেওয়ালে কাগজের দুটি পাখনার এক নান্দনিক শৈলী তৈরী করে উড়ানের ডাক, সুস্থ মননে একরাশ আনন্দে আকাশে ওড়ার স্বপ্ন বাস্তবতা পাক।তরুণ শিল্পীদের সাথে  ছোটো শিল্পীরাও তাদের ভাবনাকে রুপায়িত করে এই নান্দনিক চিত্র তৈরী করে। 



জে. এন রায় রোড,কায়েত পাড়ার সাবিত্রীবালা সরকারের বাড়ীর দেওয়ালে এই অভনব উদ্যোগটি রুপায়িত করে সৈকত,রাহুল, নীতা, প্রণবেন্দু, অর্চিষ্মান,সুতপা,রোজি, সৌমী, তরুণিতা, অর্পন, গীত, গৌরব,বাচ্চা,সারনী,প্রথম,কৌশি, অনুষ্কা ও এলাকার বেশকিছু মানুষ। 

কৃষ্ণনগরের শিল্পীদলের এই নান্দনিক কাজে সকলের পাশে থেকে এই কাজকে আরও নান্দনিক করে তোলে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages