নতুন বছরে নতুন উদ্যোগ দিনহাটার দুই বিশিষ্ট সমাজ সেবকের
নববর্ষে, নব পোশাক উপহার দিয়ে ছোটো ছোটো ভাই- বোনদের মুখে হাসি ফোটানোর জন্য এগিয়ে এলেন দিনহাটার দুই বিশিষ্ট সমাজ সেবক রোহিত ইসলাম এবং দীপক বর্মন। আজকের এই কর্মসূচিতে অনেকেই সহযোগিতা করেছে তাছাড়াও বিশেষ ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দিনহাটারই সহৃদয়বান বাসিন্দা রমজান আলী।
তারা আজ নববর্ষ উপলক্ষ্যে দিনহাটা, দাস পাড়ার কিছু ছোটো ছোটো অসহায় ভাই-বোনদের দের নিয়ে , দিনহাটার একটি শপিং মলে যান এবং তাদের পছন্দ মতো পোশাক, তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেন।
রোহিত ইসলাম এবং দীপক বর্মন জানান যে, তাদের গৃহীত এই কর্মসূচির উদ্দেশ্যই হচ্ছে সেই ছোটো ছোটো ভাই বোনদের মধ্যে নতুন বস্ত্রের গন্ধ ছড়িয়ে দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে তোলা। পাশাপাশি আজকের এই কর্মসূচিকে সফলতা প্রদান করতে অনেকেই সহযোগিতা করেছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সহৃদয়তার সাথে কুর্নিশ জানান।
উল্লেখ্য, দীপক বর্মন ও রোহিত ইসলাম দিনহাটার বুকে দুই বিশিষ্ট সমাজসেবক। লক ডাউন পিরিয়ডে একাধিক বার দুঃস্থ অসহায় মনুষদের খাদ্য, বস্ত্র দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন। শুধু তাই নয় মানুষের আপদে বিপদে মানুষের পাশে দাড়িয়ে ইতিমধ্যে দিনহাটায় বেশ পরিচিতি লাভ করেছে।
নতুন বছরে নতুন উদ্যোগ দিনহাটার দুই সমাজসেবকের
Posted by Sangbad Ekalavya on Thursday, April 15, 2021
No comments:
Post a Comment