Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, April 16, 2021

বৈশাখী আড্ডার মধ্য দিয়ে প্রকাশিত হলো দুর্নিবার মাসিক ই-ম্যাগাজিনের তৃতীয় বর্ষের ষষ্ঠ সংখ্যা

বৈশাখী আড্ডার মধ্য দিয়ে প্রকাশিত হলো দুর্নিবার মাসিক ই-ম্যাগাজিনের তৃতীয় বর্ষের ষষ্ঠ সংখ্যা



অর্নব অধিকারী, দিনহাটা- বাংলা নববর্ষের প্রথম দিনে বৈশাখী আড্ডার মধ্য দিয়ে প্রকাশিত হলো দুর্নিবার মাসিক ই-ম্যাগাজিনের তৃতীয় বর্ষের ষষ্ঠ সংখ্যা। 

এদিন স্থানীয় পাইনিওয়র ক্লাবে গান এবং আবৃত্তি মধ্যে দিয়ে বর্ষবরণ করা হয়। 

পত্রিকা সম্পাদিকা মধুমিতা ঘোষ বলেন, "আমরা সকলে আগের বছর এক কঠিন পরিস্থিতি মধ্য দিয়ে মোকাবিলা করে আজ সকলে উপস্থিত হয়েছি বৈশাখী আড্ডায়।" 



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকাশক শুভ্রালোক দাস, সাগর বর্মন, ধৃতিমান দত্ত সহ ম্যাগাজিনের সকল সদস্যবৃন্দ।


পত্রিকাটি পড়তে ক্লিক করুন -

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages