সন্তান হারানো শোকস্তব্ধ পিতার পাশে 'বৈষ্ণবতীর্থে'র মানবদরদী শিক্ষক
শচীন পাল,ঝাড়গ্রাম:-বরাবরই তিনি মানুষের পাশে থাকেন l মানবিক মুখ নিয়ে এগিয়ে এসে সন্তান হারানো শোকস্তব্ধ এক দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে আরো একবার মানবিকতার চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন করলেন জঙ্গলমহল এলাকা হিসেবে পরিচিত ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ব্লকের নয়াবসান জনকল্যান বিদ্যাপীঠের সংস্কৃত বিষয়ের শিক্ষক হেরম্ব নাথ চক্রবর্তী l
ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সুবর্ণরেখা নদীর তীরবর্তী ডাহি গ্রামের বাসিন্দা কালীচরণ মান্ডি গত বছর এপ্রিলে হারিয়েছেন এক ছেলেকে l কিছুদিন আগে তাঁর আরেক ছেলে মারা যায় l দারিদ্র্যের সাথে লড়াই করা এই পরিবারটির দিনমজুরির উপর ভিত্তি করেই সংসার চলে l
এইরকম অবস্থায় সন্তান হারানো শোকস্তব্ধ এই পরিবারটির পাশে গিয়ে দাঁড়ান এই মানবদরদী শিক্ষক হেরম্ব বাবু l বুধবার দিন হেরম্ব বাবু,পরিবারটির হাতে ছাতু,দুধ, বিস্কুট, হরলিকস, গ্লুকোজ সহ বিভিন্ন খাদ্যদ্রব্য, নিত্য ব্যবহার্য কিছু দ্রব্য এবং নগদ কিছু অর্থ তুলে দেন l শিক্ষকের এহেন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা সকলের l
No comments:
Post a Comment