প্রকাশিত হলো অর্ণবের 'মিথ্যে আমি'
অর্ণব বসু দিনহাটার সঙ্গীত জগতে এক পরিচত নাম। ২০১৮ তে প্রথম অ্যালবাম 'আজ মন হারানোর দিন' রিলিজ হয়, এরপর আর থেমে থাকেনি অর্ণব। ২০১৯ এ পূজা অ্যালবাম 'ফিরে আয় তুই' আর ২০২০ তে বেরিয়েছে 'অন্তরে অন্তরে'।
সব মিলিয়ে নতুন বাংলা গানের সংখ্যা 20 টি। এছাড়াও পুরোনো গানের unplugged version করে বের হয়েছে প্রায় 40-50 টি গান।
সম্প্রতি আধুনিক গানের ভিডিও 'মিথ্যে আমি' প্রকাশিত হওয়ার পর মন ছুঁয়েছে সকলের। ভিডিও এডিটর শিবম চক্রবর্তীর নির্দেশনায় তৈরি অর্ণবের এই গানের ভিডিওর শ্যুটিং শুরু হয়েছিলো ২০২০ এর নভেম্বরে।
সংবাদ একলব্যের প্রতিনিধির মুখোমুখি হয়ে অর্ণব জানায়- " এই কাজে সব সময় আমি বাড়ির একটা বড় সাপোর্ট পাই। আমার বাবা এবং মা আমার কাজে পাশে না থাকলে হয়তো কাজ করাটা অনেকটাই কঠিন হয়ে যেত। এছাড়াও যে মানুষটা কে আমি কখনোই ভুলতে পারবো না তিনি হলেন কবি এবং গীতিকার শুভাশিস দাশ। সব সময় পাশে পেয়েছি তাঁকে।"
আসুন দেখে নেই অর্ণবের 'মিথ্যে আমি'-
No comments:
Post a Comment