সমাজকর্মীদের ও স্বেচ্ছাসেবীর উদ্যোগে জীবীকা নির্বাহের প্রয়োজনীয় সামগ্রী পেলেন বেশকিছু প্রান্তিক মানুষ
শচীন পাল,ঝাড়গ্রাম:-
সমাজকর্মীদের ও স্বেচ্ছাসেবীর উদ্যোগে জীবীকা নির্বাহের প্রয়োজনীয় সামগ্রী পেলেন বেশকিছু প্রান্তিক মানুষ।পশ্চিমবঙ্গ লোধা শবর সমাজের ঝাড়গ্ৰাম জেলা শাখার উদ্যোগে,"মেদিনীপুর ছাত্র সমাজ' সংগঠনের সহায়তায় শুক্রবার ঝাড়গ্ৰাম জেলার জামবনী,লালগড় ও ঝাড়গ্ৰামের লোধা শবর দের জীবিকা নির্বাহের জন্য তিনজনকে টেলারিং মেসিন ও চারজন শবর মৎস্যজীবীকে মাছ ধরার জাল তুলে দেওয়া হয়।
ঝাড়গ্ৰামের পুখুরিয়ার বেকার যুবক ও লোধা শবর সমাজের ঝাড়গ্ৰাম জেলা সম্পাদক তারাপদ মল্লিক,জামবনী ব্লকের লোধা শবর সমাজের সম্পাদক কার্তিক শবর,লালগড় ব্লকের লোধা শবর সমাজের সভাপতি উত্তম সর্দারকে স্বনির্ভর হতে টেলারিং মেসিন তুলে দেওয়া হয়।
জামবনী ব্লকের আখুয়াবাঁধা গ্ৰামের শবর মৎস্যজীবী সুরেন শবর,নারায়ন শবর,পরায়ন শবর ও ঝুমারী শবরকে মাছ ধরার ফিকা জাল তুলে দেওয়া হয়।এই সমগ্রী গুলি তুলে দেন মেদিনীপুর ছাত্র সমাজ' সংগঠনের সহ -সম্পাদক অনিমেষ প্রামাণিক।
সম্প্রতি সমাজকর্মী শিক্ষক অনিমেষের প্রামাণিক বাবুর কন্যা অত্রিকার অন্নপ্রাশন ছিল এবং প্রবাসী বাঙালী পরেশচন্দ্র প্রধানের কন্যা ঐকান্তিকার জন্মদিন ছিল।এই দুই অনুষ্ঠান থেকে খরচের টাকা বাঁচিয়ে এদিনের এই কর্মসূচি গ্ৰহন করা হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ লোধা শবর সমাজের কার্যকরী সভাপতি ঝর্ণা আচার্য্য ও মেদিনীপুর ছাত্র সমাজ'সংগঠনের কোষাধ্যক্ষ কৌশিক কঁচ।
No comments:
Post a Comment