গোপন সূত্রে খবর পেয়ে ভেটাগুড়ি থেকে দুটি সুতলি বোমা সহ বোমা তৈরির সামগ্রী সহ এক ব্যক্তিকে আটক করল দিনহাটা থানার পুলিশ ( Dinhata Police Station)।
ঘটনার বিবরণে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটা থানার আইসি সুরজ থাপার (Suraj Thapa) নেতৃত্বে দিনহাটা থানার পুলিশের একটি দল ভেটাগুড়ি (Bhetaguri I GP) ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের খারিজা বালাডাঙা এলাকার মনসের আলী ( Manser Ali) নামের এক ব্যক্তির বাড়ি থেকে দুটি সুতলি বোমা ও বোমা তৈরীর সামগ্রী মার্বেল,লোহার টুকরো,আতশবাজি,খালি পাত্র প্রভৃতি উদ্ধার হয়।
এর পাশাপাশি এই ঘটনায় মনসের আলীকে ( Manser Ali) আটক করে দিনহাটা থানায় নিয়ে আসে দিনহাটা থানার পুলিশ ( Dinhata Police)।
প্রসঙ্গত এর আগেও পুটিমারী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বড় নাচিনা থেকে এ ধরনের চারটি সুতলি বোমা উদ্ধার করে দিনহাটা থানার পুলিশ। আজ আবারও গোপন সূত্রে খবর পেয়ে দুটি সুতলি বোমা, বোমা তৈরীর সামগ্রী এবং একজনকে আটক করার ঘটনায় সাফল্য পেলো দিনহাটা থানার পুলিশ।
No comments:
Post a Comment