Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, December 23, 2021

আরও সুন্দর আসানসোল গড়ার লক্ষ মাত্রা নিয়ে আসানসোল পৌরনিগমে গুরুত্বপূর্ণ মিটিং

আরও সুন্দর আসানসোল গড়ার লক্ষ মাত্রা নিয়ে আসানসোল পৌরনিগমে গুরুত্বপূর্ণ মিটিং






রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: 

সুন্দর আসানসোল গড়ার লক্ষ মাত্রা নিয়ে আসানসোল পৌরনিগমে গুরুত্বপূর্ণ মিটিং । উপস্থিত ছিলেন সকলেই মূলত এই মিটিংয়ে আলোচনা হয় যে কিছু ফান্ড ছিলো সেগুলো কিরকম ভাবে ইউটিলাইস করা যায়। সেই নিয়েই এদিনের মিটিং করা হয়।




এদিন আসানসোলের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন মিটিংয়ে আমাদের আলোচনা হলো যে কিছু ফান্ড ছিলো সেগুলো কিরকম ভাবে ইউটিলাইস করা যায়।সেগুলো সিদ্ধান্ত নিলাম। কিছু বিল বাকি ছিল সেগুলো কিভাবে কনভার্ট করে তাদের পেইমেন্ট করিয়ে দেওয়া যায়। কিছু লোক নিয়োগ করা হয়েছিলো সেগুলো কিভাবে মাইনে টা কনটিউনিউসন করা যায়। কিছু সিদ্ধান্ত নেওয়া ছিলো অফিসিয়ালি সেগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। ট্যাক্সের নোটিস করা হয়েছিলো সেগুলো কিভাবে আদায় করা যায়। এবং আসানসোল শহর টাকে সুন্দর করার যে পরিকল্পনা আমরা নিয়েছি সেটা কিভাবে বাস্তবায়িত করা যায়। এইসমস্ত নিয়ে আজকের আমাদের মিটিং ছিলো। সম্ভাব্য ২২ জানুয়ারি আসানসোল সহ রাজ্যের ৫ পুর নিগমের পুর নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে আসানসোল পুর প্রশাসক বলেন তৃণমূল কংগ্রেস সবসময় কাজ করে আমাদের তৃণমূল কর্মীরা কাজ করে। আমাদের করপোরেশন কাজ করে তাতে কর্মচারী হোক বা আধিকারিক হোক তাই নির্বাচন নিয়ে চিন্তিত না বলে জানান তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages