বেতন বন্ধ, চরম আর্থিক সংকটের মধ্যে রাজ্যের বিদ্যালয় আংশিক সময়ের শিক্ষকগণ
রাজ্যের সরকারি এবং আধা-সরকারি বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষকের অভাবে দীর্ঘদিন ধরে আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকাগণ নিয়মিত শিক্ষকতা করে চলেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকার ফলে অনেক বিদ্যালয় তাদের মাসিক সাম্মানিকটুকু পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। এই পরিস্থিতিতে চরম আর্থিক সংকটের মধ্য পড়েছেন রাজ্যের বিদ্যালয় আংশিক সময়ের শিক্ষকগণ।
আজ তাদের এই করুণ অবস্থার কথা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিধায়ক শ্রী সৌমেন রায় মহাশয়ের কাছে জানানো হয়। সেখানে পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা সভাপতি সৌম্য কমল গুহ ও মৌনব্রত মণ্ডলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিধায়কের সাথে সাক্ষাত করে তাদের বিভিন্ন সমস্যার কথা জানান ও তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি উনার হাতে তুলে দেন।
বিধায়ক তাদের সমস্যার কথা মন দিয়ে শোনেন এবং এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করে সরকার যাতে সদর্থক ভূমিকা পালন করেন সেই বিষয়ে আশ্বাস দেন।
সংগঠনের রাজ্য সভাপতি সমীর দেওঘরিয়া জানিয়েছেন উনাদের দাবি সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। নবান্ন থেকে সেই দাবি বিকাশ ভবনে পাঠানো হয়েছে এবং স্থায়ীকরণের বিষয়ে সরকারি প্রক্রিয়া শুরু হয়েছে। ডিসেম্বরের মধ্যে সরকার স্থায়ীকরণের বিষয়ে যদি নির্দিষ্টভাবে কোন কিছু ঘোষণা করেন তাহলে ভালো। আর যদি কোনোকিছু ঘোষণা না করেন তাহলে নতুন বছরে কলকাতার রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
No comments:
Post a Comment