Breaking

Post Top Ad

Wednesday, April 13, 2022

Magic book of Records থেকে Best Social Activist Award পেলেন দিনহাটার চিকিৎসক

Magic book of Records থেকে সম্মানিত হলেন চিকিৎসক অজয় মণ্ডল 

চিকিৎসক অজয় মণ্ডলভারত সরকারের অধীনস্থ সংস্থা "Magic book of Records" এর তরফ থেকে এবছরের "BEST ACHIEVER'S AWARD 2022 " পুরস্কার " Best Social Activist Award " পেলেন দিনহাটার চিকিৎসক ও সমাজ সেবী অজয় মন্ডল।

সংস্থার পক্ষ থেকে ঘোষনা আগেই করেছিলো । ডাক্তার অজয় মন্ডল 3 মাস আগে অ্যাপ্লাই করেছিলেন তখন তিনি ভাবতে পারেনি সিলেক্ট হবেন। ডাক্তার অজয় মণ্ডল জানান জুরী মেম্বার ও সিলেকসান প্যানেল প্রায় তিনমাসের স্ক্রুটিনি ও আমার কর্মকান্ডের বিবরনী পুঙখনাপুঙ্খ দেখার পর ও ওদের প্রতিনিধি কোচবিহার , দিনহাটা , আমার কোলকাতার বাড়ির সাথে সাথে আমার কর্মকান্ডের সত্যটা যাচাই ও পুরো খোঁজ নেওয়ার পর 22/03/2022 তারিখে আমাকে Final স্ক্রুটিনির পর সিলেক্ট করেছিলো।
তিনি আরও জানান- যখন সংস্থার পক্ষ থেকে Mail পেলাম চোখে জল চলে এসছিলো। আমি যে নির্বাচিত হবো স্বপ্নেও ভাবিনি । আজ আমি পুরস্কারটা হাতে পেলাম । এ পুরস্কার আমাকে আরো অনেক বেশি দায়িত্ব বাড়িয়ে দিলো । এ পুরস্কার আমার নয় । তাই এই পুরস্কার আমি আমার অর্ধাঙ্গিনী , আমার ডাঃ অজয় মন্ডলের পুরো টিম , আমার পুরো পরিবার সাথে আমার সকল শুভাকাঙ্খী ও গরীব দুঃস্থদের মধ্যে উৎসর্গ করলাম । যে সব দুঃস্থ অসহায় মানুষদের ভালোবাসা ছাড়া এ পুরস্কার পাওয়া সম্ভব ছিলোনা তাদেরকে কোটি কোটি প্রনাম ।No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages