Magic book of Records থেকে সম্মানিত হলেন চিকিৎসক অজয় মণ্ডল
ভারত সরকারের অধীনস্থ সংস্থা "Magic book of Records" এর তরফ থেকে এবছরের "BEST ACHIEVER'S AWARD 2022 " পুরস্কার " Best Social Activist Award " পেলেন দিনহাটার চিকিৎসক ও সমাজ সেবী অজয় মন্ডল।
সংস্থার পক্ষ থেকে ঘোষনা আগেই করেছিলো । ডাক্তার অজয় মন্ডল 3 মাস আগে অ্যাপ্লাই করেছিলেন তখন তিনি ভাবতে পারেনি সিলেক্ট হবেন। ডাক্তার অজয় মণ্ডল জানান জুরী মেম্বার ও সিলেকসান প্যানেল প্রায় তিনমাসের স্ক্রুটিনি ও আমার কর্মকান্ডের বিবরনী পুঙখনাপুঙ্খ দেখার পর ও ওদের প্রতিনিধি কোচবিহার , দিনহাটা , আমার কোলকাতার বাড়ির সাথে সাথে আমার কর্মকান্ডের সত্যটা যাচাই ও পুরো খোঁজ নেওয়ার পর 22/03/2022 তারিখে আমাকে Final স্ক্রুটিনির পর সিলেক্ট করেছিলো।
তিনি আরও জানান- যখন সংস্থার পক্ষ থেকে Mail পেলাম চোখে জল চলে এসছিলো। আমি যে নির্বাচিত হবো স্বপ্নেও ভাবিনি । আজ আমি পুরস্কারটা হাতে পেলাম । এ পুরস্কার আমাকে আরো অনেক বেশি দায়িত্ব বাড়িয়ে দিলো । এ পুরস্কার আমার নয় । তাই এই পুরস্কার আমি আমার অর্ধাঙ্গিনী , আমার ডাঃ অজয় মন্ডলের পুরো টিম , আমার পুরো পরিবার সাথে আমার সকল শুভাকাঙ্খী ও গরীব দুঃস্থদের মধ্যে উৎসর্গ করলাম । যে সব দুঃস্থ অসহায় মানুষদের ভালোবাসা ছাড়া এ পুরস্কার পাওয়া সম্ভব ছিলোনা তাদেরকে কোটি কোটি প্রনাম ।
No comments:
Post a Comment