Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, May 4, 2022

World Press Freedom Index: ভারতের মান পতন আমাদের জাতীয় লজ্জা ও মোদি সরকারের স্বৈরতন্ত্রের প্রতীক: স্বরাজ ইন্ডিয়া

বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে ভারতের মান পতন আমাদের জাতীয় লজ্জা ও মোদি সরকারের স্বৈরতন্ত্রের প্রতীক: স্বরাজ ইন্ডিয়া

World Press Freedom Index




কোলকাতা, ৪ মে, ২০২২: সম্প্রতি ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’ সংগঠন দ্বারা প্যারিস থেকে প্রকাশিত বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা সূচক (World Press Freedom Index)–এ দেখা যাচ্ছে ভারত গতবছরের ১৪২তম থেকে ১৫০ তম স্থানে নেমে এসেছে। ১৮০ দেশের মধ্যে ভারতের স্থান এখন ১৫০। 

এই বিষয়ে স্বরাজ ইন্ডিয়ার সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভীক সাহা বলেন: “স্বরাজ ইন্ডিয়া সংবাদ মাধ্যমের সর্বাত্মক স্বাধীনতায় বিশ্বাস করে। প্রধানমন্ত্রী মোদী ও তার দল বিজেপি’র ঘৃণ্য স্বৈরতান্ত্রিক আচরণে বহুত্ত্ববাদে এবং স্বাধীন মত প্রকাশে বিস্বাসী দেশীয় সংবাদ মাধ্যমের মূল ভাবধারায় অনবরত, গভীর ও গুরুতর আঘাত এসেছে। সংবাদমাধ্যমদের স্বাধীনতাকে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং তার জন্য আন্তর্জাতিক মঞ্চে দেশের সম্মান হানি হচ্ছে। স্বরাজ ইন্ডিয়া এর তীব্র নিন্দা জানাচ্ছে।” (World Press Freedom Index)



তিনি আরও বলেন- "মনে রাখতে হবে বিশ্বের সবথেকে বড় আমাদের গনতন্ত্রে সংবাদ মাধ্যমগুলি  (World Press Freedom Index) তাদের স্বাধীনতা ও প্রগতিশীলতার জন্যই পরিচিত ছিল। কিন্তু ২০১৪ সালে হিন্দু জাতীয়তাবাদী অধিকারের মূর্ত প্রতীক হিসেবে কেন্দ্রে মোদী সরকার আসীন হওয়ার পর থেকেই দেশের সংবাদ মাধ্যমগুলির ওপর ক্রমশঃ হামলা, হিংসা, হয়রানি এবং দখলদারির আঘাত নেমে আসতে থাকে। যার ফলস্বরুপ বিশ্ব সূচকে এই তীব্র পতন। প্রধানমন্ত্রী, তার দল বিজেপি এবং বড় সংবাদ মাধ্যম হাউসগুলির মধ্যে অনৈতিক বোঝাপড়া রয়েছে এবং প্রথম থেকেই প্রধানমন্ত্রী সংবাদ মাধ্যমগুলির বিরুদ্ধে সমালোচনামূলক অবস্থান নিয়ে তাঁর সমর্থক এবং তাঁর মধ্যে সম্পর্ক বিনষ্টকারী শক্তি বলে দেগে দিয়েছেন – এই মর্মে ঐ আন্তর্জাতিক রিপোর্টে উল্লেখ রয়েছে। " 

রিপোর্টে আরও বলা হয়েছে, সরকারের সমালোচক ভারতীয় সাংবাদিকরা এবং সংবাদমাধ্যমগুলি মোদী ও সরকার সমর্থকদের দ্বারা সর্বাত্মক হয়রানি ও আক্রমণের শিকার হয়ে চলেছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages