নতুন তারকার খোঁজে গ্ল্যাম ফেস অব বেঙ্গল -রেড কার্পেটে একসাথে হাটলেন নীল ভট্টাচার্য, উষশী সেনগুপ্ত ও অরিজিৎ দত্ত
এবারে "ফেস অব বেঙ্গল" আয়োজনে রেড কার্পেটে একসাথে হাটলেন নীল ভট্টাচার্য, উষশী সেনগুপ্ত ও অরিজিৎ দত্ত। গতকাল হয়ে গেল "প্রাইম মিডিয়া আন্ড এন্টারটেইনমেন্ট" এর তত্ত্বাবধানে গ্ল্যাম ফেস অফ বেঙ্গল এর ফাইনাল অনুষ্ঠান। উপস্থিত ছিলেন নীল ভট্টাচার্য, সৌরভ দাস, উষশী সেনগুপ্ত, দর্শনা বনিক, অরিজিৎ দত্ত, রিষভ বাসু, ঐশ্বর্য সেন, সৌম্যজিত আদক ছাড়া ও অন্যান্য টলিউডের নামী অভিনেতা অভিনেত্রীরা। ফ্যাশন জগতে নতুন প্রতিভার খোঁজে এই প্রয়াস।
ওইদিন অভিনেতা নীল ভট্টাচার্য বলেন "ইন্ডাস্ট্রিতে নতুন ট্যালেন্ট কে তুলে ধরা আমাদের মূল লক্ষ্যে। এই ফ্যাশন শো এর মাধ্যমে তাদের ট্যালেন্ট কে তারা মানুষের সামনে আনতে পারবে"।
অনুষ্ঠানের উদ্দ্যোক্তা সৌমাশীষ ব্যানার্জী ও অন্তশীলা ঘোষ জানান "যারা সিনেমা জগতে পা রাখতে চান, তাদের জন্য এটি একটি সুবর্ন সুযোগ। এই প্ল্যাটফর্ম তাদের একটি পথ নির্দেশ করবে, যা আগামী দিনের জন্য খুব কার্যকর। এমন একটি সুযোগ যা আগে বাংলায় হয়নি।"। ওই বিজয়ীদের মাথায় তুলে দেওয়া হয় জয়ের শিরোপা, সম্মান জানানো হয় আগামীদিনের সুভেচ্ছাবার্তা ও ট্রফির মাধ্যেমে।
No comments:
Post a Comment