আইসল্যান্ডের বিখ্যাত হলগ্রিমস চার্চ কৃষ্ণনগরে
দীপাঞ্জন দে: আইসল্যান্ডের বিখ্যাত হলগ্রিমস চার্চের দেখা মিলল নদিয়ার কৃষ্ণনগরে। আর এই চার্চ দেখতে মানুষের ঢল নামলো কৃষ্ণনগরে। কৃষ্ণনগরের আর এন ট্যাগোর রোডে কোতোয়ালি থানার বিপরীতে গুরু ট্রেনিং মাঠে গেলেই এই বিশাল হলগ্রিমস চার্চ দেখতে পাওয়া যাবে। তবে হ্যাঁ, দুর্গাপুজোর এই কয়েকটা দিনই এর অস্তিত্ব থাকবে।
এমনিতেই কৃষ্ণনগর হল ঐতিহ্যের শহর। পর্যটনের জন্য এই শহর এখনো খুব বেশি পরিচিতি পায়নি ঠিকই, কিন্তু মধ্যযুগে জন্ম নেওয়া এই কৃষ্ণনগর শহরের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে ইতিহাস। কৃষ্ণনগরে রয়েছে একাধিক ঐতিহাসিক ভবন। বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, নেতাজি, নজরুল, সুরেন্দ্রনাথ— কে না এসেছেন কৃষ্ণনগরে! ব্রিটিশ আমল থেকে কৃষ্ণনগরের মৃৎশিল্পও জগদ্বিখ্যাত হয়েছে। এছাড়া এখানকার জগদ্ধাত্রী পুজো, মিষ্টির মধ্যে সরপুরিয়া সরভাজা, জলঙ্গী নদী, রাজবাড়ি, ব্যক্তিত্বের মধ্যে রসরাজ গোপাল ভাঁড়, মহারাজা কৃষ্ণচন্দ্র রায়, নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়, রামতনু লাহিড়ী, প্রমথ চৌধুরী, দিলীপকুমার রায়, হেমচন্দ্র বাগচী, নারায়ণ সান্যাল, সুধীর চক্রবর্তী সবই অতি পরিচিত। এবার কৃষ্ণনগরে তৈরি হল আইসল্যান্ডের সর্ববৃহৎ চার্চ।
‘হলগ্রিমস’ হল আইসল্যান্ডের সব থেকে বড় চার্চ। প্রায় ২৪৪ ফুট যার উচ্চতা। এটি আইসল্যান্ড তথা ইউরোপের একটি বিখ্যাত লুথারিয়ান প্যারিস চার্চ। খুব বেশি দিনের পুরনো নয়, বিংশ শতকের চার্চ এটি। ছোট্ট দেশ আইসল্যান্ডের সব থেকে বিখ্যাত স্থাপত্য। এর উচ্চতা এতটাই যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হলগ্রিমস চার্চকে দেখতে পাওয়া যায়। কৃষ্ণনগরের ‘একান্নবর্তী’ ক্লাব ২০২২ সালে তাদের পুজোর তৃতীয় বর্ষে ‘হলগ্রিমস’-এর আদলে মণ্ডপ তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে। দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে হলগ্রিমস চার্চ দেখতে। ২০২০ সাল থেকে ‘একান্নবর্তী’ ক্লাব দুর্গাপুজো করছে। ইতিমধ্যে কৃষ্ণনগরের সব থেকে বড় দুর্গাপুজোর আয়োজক হিসেবে তাদের পরিচিতি গড়ে উঠেছে। প্রথম বছর অর্থাৎ ২০২০ সালে তাদের পুজোর বাজেট ছিল ৯ লক্ষ টাকা। দ্বিতীয় বছর তাদের বাজেট বেড়ে হয় ১৫ লক্ষ টাকা। আর এই বছর সবকিছু ছাপিয়ে তাদের পুজোর বাজেট দাঁড়িয়েছে ৩৪ লক্ষ টাকা। হলগ্রিমস চার্চের খুব সুন্দর অনুকরণ তারা করেছেন। প্রতিমা আনা হয়েছে কলকাতার কুমারটুলি থেকে, শিল্পী মোহনবাঁশী রুদ্র পাল। মণ্ডপ সজ্জার জন্য আলো এসেছে শান্তিপুর থেকে। সর্বোপরি এবছর একান্নবর্তী ক্লাব বাংলার প্রতিষ্ঠিত শিল্পীদের নিয়ে পুজোর একটি গানের অ্যালবামও প্রকাশ করেছে, যা সংগীতপ্রেমীদের বিশেষভাবে নস্টালজিক করে তুলছে। আরও পড়ুনঃ Vijay Dashami 2022 Time : কখন বিজয়া দশমী ? কখন সিঁদূর খেলা ? জানুন সময়
লেখক: অধ্যাপক, চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয়, নদিয়া
That means of reverse engineering becomes much simpler, after all, when a hacker has physical access to a slot machine’s innards. By early 2011, casinos all through central and jap Europe had been logging incidents in which slots made by the Austrian company Novomatic paid out improbably giant sums. Novomatic’s engineers might discover no evidence that the machines in query had been tampered with, main them to theorize that the cheaters had found out means to|tips on how to} predict the slots’ 1xbet korea habits.
ReplyDelete