Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, October 3, 2022

Cooch Behar News: পুজোর আনন্দ ভাগ করে নিতে অভিনব উদ্যোগ কোচবিহারের সাত বন্ধুর

সপ্তমীর দিন পুজোর আনন্দের উদ্যোগে মাংস-ভাত বন্টন ও সহায়তা প্রদান

durga puja 2022



'পুজোর আনন্দ' সকলের সাথে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে কোচবিহারের সাত বন্ধু ঝিলিক আচার্যি, সাগ্নিক চক্রবর্ত্তী, সৌরভ বণিক, প্রসেনজিৎ কুণ্ডু, দেবতোষ সরকার, দীপ্তেন্দু দে ও দেবজ্যোতি চক্রবর্ত্তী গত তিনবছর ধরে আয়োজন করছে 'পুজোর আনন্দ উদ্যোগ'। এদের মধ্যে কেউ পেশায় স্টাফ নার্স, কেউ ব্যবসায়ী, কেউ চাকুরীজিবী আবার কেউ গবেষক। 

cooch behar news



এবছর তাদের উদ্যোগে জটু লাইন (দলসিংপাড়া, জয়গাঁও) অঞ্চলে ৩০০জন দুঃস্থ মানুষের মধ্যে মাংস,ভাত, ডাল, আলুভাজা, সব্জি ও মিষ্টি বিতরণ করা হল। এরই সাথে স্থানীয় ৭০জন ছাত্রছাত্রীর জন্য পঠনপাঠন সামগ্রী, পুজোর তিনদিনের জন্য খাওয়ার কাঁচামাল এবং আসন্ন শীতের জন্য ৬৫টি পরিবারকে পরিবার পিছু দুটি করে কম্বল বিতড়ন করা হয়। স্থানীয় স্তরে অনুষ্ঠানটি আয়োজনে সহায়তা করেন ''By beside You, পাশে আছি' সংস্থা।

cob news



আয়োজকদের তরফ থেকে সাগ্নিক চক্রবর্ত্তী জানান, পুজোয় আমরা মাংস-ভাত খেয়ে থাকি কিন্তু অনেক পরিবারই সেটা খেতে পারেনা, সেই ভাবনা থেকেই আমরা বছর তিনেক আগে এই উদ্যোগ শুরু করি, এবছর আমাদের এই উদ্যোগে পাশে এসে দাড়িয়েছে প্রায় ১৭০জন মানুষ, তাদের সহায়তাতেই সপ্তমীর সকালে এই উদ্যোগ গ্রহণ সম্ভবপর হল, আমাদের ইচ্ছে আছে প্রতিবছর এই অনুষ্ঠান একইভাবে চালিয়ে যাওয়ার। অনুষ্ঠানের উদ্বৃত্ত সহায়তা দিয়ে তারা পরবর্তীতে বছরব্যাপী দুঃস্থ ছাত্রছাত্রীদের পাশে থাকবে বলে জানিয়েছে।



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages