রক্তের খোঁজে দিশেহারা রোগির পরিবার-দেবদূতের মতন হাজির হলেন রাজদ্বীপ
দিনহাটার শুকারুর কুঠির এক গৃহবধূ আজ দিনহাটা হাসপাতালে ভর্তি হয়। রক্তস্বল্পতাজনিত কারনে তিনি অসুস্থ বলে জানা গিয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর 'ও নেগেটিভ' রক্তের খোঁজে রোগির পরিবার যখন দিশেহারা অবস্থায় তখন দেবদূতের মতন হাজির হলেন রাজদ্বীপ সরকার।
পেশায় ইঞ্জিনিয়ার রাজদ্বীপ বাবুর বাড়ি দিনহাটায়। স্যোসাল মিডিয়ায় রক্ত প্রয়োজনের পোস্ট দেখে এগিয়ে আসেন যুবক রাজদ্বীপ। রোগীর বাড়ির লোক আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
রোগির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে- 'আলিপুরদুয়ার, কোচবিহারের বিভিন্ন সরকারি ব্লাড ব্যঙ্কে খোঁজ করেও ও নেগেতিভ রক্ত পাওয়া যাচ্ছিলো না। অবশেষে রাজদ্বীপ বাবু এসে রক্ত দেওয়ায় সমস্যা মিটলো। এই উপকার সারাজীবন মনে রাখবো।
No comments:
Post a Comment